ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

ট্রোলিং নিয়ে মুখ খুললেন কারিনা

বাড়িতে বসে থেকে বর্তমানে মানুষকে একঘেয়েমিতে পেয়ে বসেছে। কী করবেন, তা ভেবে উঠতে পারছেন না মানুষ। মহামারির জন্যই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মহামারির কারণে যখন মানুষকে একঘেয়েমি পেয়ে বসেছে, সেই সময় অনেকে অনেক বিষয়ে মন্তব্য করতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় যাকে ট্রোলিং বা সমালোচনা হিসেবে ধরা হচ্ছে। সেই পরিস্থিতির মধ্যে পড়েই এখন অনেকে সেলিব্রিটিদের নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করতে শুরু করেছেন।


অনলাইন ট্রোলিং নিয়ে মুখ খুলতে গিয়ে এবার এমনই মন্তব্য করলেন কারিনা কাপুর খান। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইনে ট্রোলিংয়ের বিষয়ে মুখ খোলার পাশাপাশি স্বজনপোষণ নিয়েও মুখ খোলেন কারিনা।


তিনি বলেন, ২১ বছর ধরে বলিউডে কাজ করছেন তিনি। তারকা সন্তান হয়েই যদি তিনি ইন্ডাস্ট্রিতে হাজির হতেন, তাহলে এত বছর ধরে একটানা কাজ করতে পারতেন না। মানুষ তাদের তৈরি করেছেন। দর্শক ছাড়া অন্য কেউ তাদের তৈরি করেননি। তাই স্বজনপোষণের কারণে তারা ইন্ডাস্ট্রিতে নিজেদের পসার জমিয়েছেন বলে যারা মনে করছেন,তারা পুরোপুরি ভুল বলে দাবি করেন কারিনা।


এসবের পাশাপাশি বেবো আরও বলেন, স্বজনপোষণের কারণে তারা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন বলে যদি কেউ মনে করেন, তাহলে তাদের ছবি দেখবেন না। তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। এ বিষয়ে এত জলঘোলার কোনও কারণ নেই।

ads

Our Facebook Page